রাঙ্গুনিয়ায় এবার দ্যা জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ২ হাজার ৭০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দ্যা জিনিয়াস ক্লাবের আয়োজনে উপজেলার তিনটি কেন্দ্রে দুপুর ১২.৩০ থেকে ২ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাশেষে একইদিনে ফলাফল প্রকাশ করা হয়।
দুপুরে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিবারের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। বিদ্যালয় মাঠ জুড়ে ছিল অভিভাবকদের উপচে পড়া ভীড়। এই কেন্দ্রে প্রায় ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান কেন্দ্রের সচিব উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন কেন্দ্রের সহকারী সচিব সৈয়দ জাহিদুল হক, হল সুপার মঈনুল ইসলাম মাহমুদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী।
স্কলারশিপের উত্তরের সমন্বয়ক ও মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক জানান, স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে রাঙ্গুনিয়া উপজেলাকে উত্তর-মধ্যম-দক্ষিণ তিনটি কেন্দ্রে ভাগ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যলয় কেন্দ্রে ৭০০ জন, রাঙ্গুনিয়া বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯২০ জন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেন। ১০০ নম্বরের বহুনির্বাচনী অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরীক্ষা শেষে মোট শিক্ষার্থীর ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মূল্যায়ন করা হয়। এতে ৪০ শতাংশ ট্যালেন্টপুল এবং ৬০ শতাংশ শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে বলে জানান।