চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাচঁদিনের ব্যবধানে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই ) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল রাঙ্গামাটি -চট্টগ্রাম সড়কের পূর্ব পাশে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত আল আমিনের বাড়ি গাজিপুর জেলার শ্রীপুর উপজেলা।
এর আগে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার সেলিনা কাদের কলেজ গেট এলাকা থেকে মো. জাহাঙ্গীর(৩৫) নামে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি পটিয়া উপজেলার পূর্ব মনসা এলাকার জহির আহমেদের ছেলে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। মঙ্গলবার উদ্ধার হওয়া লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।