রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পৃথক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (৩১ জুলাই) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে লালানগর ইউনিয়নের ঘাগড়া খীলমোগল হাকিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। তারা ১-০ গোলের ব্যবধানে মরিয়মনগর কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী একাদশকে হারিয়েছে।
শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে রানার্সআপ দলের গোলরক্ষক উন্মে হাবিবা উর্মী। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা। তারাও ১-০ গোলের ব্যবধানে চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আব্দুর রহমান।