চট্টগ্রাম 1:23 am, Friday, 8 November 2024

রাঙ্গুনিয়ায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ

রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার সাথে ৫-১০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করেছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। বছরের প্রথম দিন থেকেই উপজেলার মরিয়মনগর- গাবতল- পারুয়া- স্বনির্ভর রাঙ্গুনিয়া সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতি এটি কার্যকর করেছে। কার্যকর হওয়া নির্ধারিত ভাড়ার সাথে ভাড়তি ভাড়া দাবী করায় যাত্রী ও চালকদের মধ্যে চলছে বাকবিতন্ড। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা। তাদের প্রশ্ন, গ্যাসের দাম না বাড়লে ভাড়া কেনো বাড়বে? এছাড়া উঠা নামা ১০ টাকা এটা কি মগের মুল্লুক নাকি?

কয়েকজন চালকের সাথে কথা হয়। তারা জানান, সিএনজি সমিতি আমাদের নির্দেশ দিয়েছে সে হিসেবে আমরা ভাড়া বাড়িয়েছি। এছাড়া তারা আমাদের জানিয়েছেন এ নিয়ে তাদের সাথে প্রশাসনের বৈঠক হয়েছে। সে বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সুলতান মাহমুদ নামে এক যাত্রী জানান, আমি মরিয়মনগর-গাবতল ও কাপ্তাই সড়কের নিয়মিত যাত্রী। প্রতিদিনই এই সড়ক দিয়ে আমাকে যাতায়াত করতে হয়। আগে মোগলেরহাট থেকে আমার কর্মস্থল মহাজন বটতল যেতে খরচ হতো ২৫ টাকা, কিন্তু এখন তা ৩৫ টাকা।

আমেনা বেগম নামে অন্য এক যাত্রী জানান, অহেতুক কোন কারণ ছাড়া ভাড়া বাড়িয়ে দিল। কারণ হিসেবে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি বলে জানাচ্ছে।

আরেক যাত্রী মো. পারভেজ জানান, হঠাৎ করে ভাড়া বাড়ানোর কোন মানে নেই। উঠানামা নাকি ১০ টাকা। যে যার মতো করে আইন বানিয়ে নিচ্ছে।

মিজানুর রহমান নামে একজন জানান, এমনিতে সন্ধ্যা হলে ওরা ৫ টাকা বাড়িয়ে নেয়। এখন ২০ টাকা ভাড়া যদি আবার ৫ টাকা ভাড়িয়ে নে তাহলে ২৫ টাকা হয়ে যায়।প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মরিয়মনগর সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবদুল মোনাফ জানান, গাড়ির বিভিন্ন পার্টস সহ নিত্য পণ্যের মূল্য উর্ধ্বগতির কারণে মূলত আমরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়নি। খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ

Update Time : 03:17:24 pm, Tuesday, 3 January 2023

রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার সাথে ৫-১০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করেছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। বছরের প্রথম দিন থেকেই উপজেলার মরিয়মনগর- গাবতল- পারুয়া- স্বনির্ভর রাঙ্গুনিয়া সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতি এটি কার্যকর করেছে। কার্যকর হওয়া নির্ধারিত ভাড়ার সাথে ভাড়তি ভাড়া দাবী করায় যাত্রী ও চালকদের মধ্যে চলছে বাকবিতন্ড। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা। তাদের প্রশ্ন, গ্যাসের দাম না বাড়লে ভাড়া কেনো বাড়বে? এছাড়া উঠা নামা ১০ টাকা এটা কি মগের মুল্লুক নাকি?

কয়েকজন চালকের সাথে কথা হয়। তারা জানান, সিএনজি সমিতি আমাদের নির্দেশ দিয়েছে সে হিসেবে আমরা ভাড়া বাড়িয়েছি। এছাড়া তারা আমাদের জানিয়েছেন এ নিয়ে তাদের সাথে প্রশাসনের বৈঠক হয়েছে। সে বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সুলতান মাহমুদ নামে এক যাত্রী জানান, আমি মরিয়মনগর-গাবতল ও কাপ্তাই সড়কের নিয়মিত যাত্রী। প্রতিদিনই এই সড়ক দিয়ে আমাকে যাতায়াত করতে হয়। আগে মোগলেরহাট থেকে আমার কর্মস্থল মহাজন বটতল যেতে খরচ হতো ২৫ টাকা, কিন্তু এখন তা ৩৫ টাকা।

আমেনা বেগম নামে অন্য এক যাত্রী জানান, অহেতুক কোন কারণ ছাড়া ভাড়া বাড়িয়ে দিল। কারণ হিসেবে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি বলে জানাচ্ছে।

আরেক যাত্রী মো. পারভেজ জানান, হঠাৎ করে ভাড়া বাড়ানোর কোন মানে নেই। উঠানামা নাকি ১০ টাকা। যে যার মতো করে আইন বানিয়ে নিচ্ছে।

মিজানুর রহমান নামে একজন জানান, এমনিতে সন্ধ্যা হলে ওরা ৫ টাকা বাড়িয়ে নেয়। এখন ২০ টাকা ভাড়া যদি আবার ৫ টাকা ভাড়িয়ে নে তাহলে ২৫ টাকা হয়ে যায়।প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মরিয়মনগর সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবদুল মোনাফ জানান, গাড়ির বিভিন্ন পার্টস সহ নিত্য পণ্যের মূল্য উর্ধ্বগতির কারণে মূলত আমরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়নি। খতিয়ে দেখা হচ্ছে।