চট্টগ্রাম 6:32 pm, Monday, 16 June 2025

রাঙ্গুনিয়ায় মাদ্রাসার শিক্ষকের ওপর হামলা, বিচার দাবিতে থানার সামনে এলাকাবাসীর মানববন্ধন

রাঙ্গুনিয়ায় মাওলানা রাশেদুজ্জামান (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকার জনসাধারণ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (৯ মে) দুপুরে পদুয়া ইউনিয়নের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদুয়া নারিশ্চা সাপলেজাপাড়া এলাকাবাসীর ব্যানারে নারিশ্চা বটতল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আহত ব্যক্তির বাবা মুহাম্মদ শাহ আলম, চাচা মাওলানা মুহাম্মদ বদিউজ্জামান, স্থানীয় মো. নাছের,আবদুল আজিজ, মো. রশিদ, মো. ওসমান, জোবাইদা আক্তার প্রমুখ। সমাবেশ থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৬ মে নারিশ্চা মরমের মুখ ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার মাথা, দুই হাত, দুই পাসহ সারা শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে তার বাম পা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে এই ঘটনায় আদালতে বাবা শাহ আলম বাদী হয়ে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ মাহবুবুল আলম (৪৫), ছেলে সিফাত (২০), স্ত্রী জেসমিন আক্তারসহ ১০ থেকে ১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় মাদ্রাসার শিক্ষকের ওপর হামলা, বিচার দাবিতে থানার সামনে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : 08:29:48 pm, Friday, 9 May 2025

রাঙ্গুনিয়ায় মাওলানা রাশেদুজ্জামান (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকার জনসাধারণ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (৯ মে) দুপুরে পদুয়া ইউনিয়নের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদুয়া নারিশ্চা সাপলেজাপাড়া এলাকাবাসীর ব্যানারে নারিশ্চা বটতল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আহত ব্যক্তির বাবা মুহাম্মদ শাহ আলম, চাচা মাওলানা মুহাম্মদ বদিউজ্জামান, স্থানীয় মো. নাছের,আবদুল আজিজ, মো. রশিদ, মো. ওসমান, জোবাইদা আক্তার প্রমুখ। সমাবেশ থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৬ মে নারিশ্চা মরমের মুখ ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার মাথা, দুই হাত, দুই পাসহ সারা শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে তার বাম পা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে এই ঘটনায় আদালতে বাবা শাহ আলম বাদী হয়ে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ মাহবুবুল আলম (৪৫), ছেলে সিফাত (২০), স্ত্রী জেসমিন আক্তারসহ ১০ থেকে ১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।