উৎসবমুখর পরিবেশে রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাট সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্রা চালক সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মো. রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. তৈয়ব আলী। সোমবার (১১ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৫টি পদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জয়ী অন্যান্যরা সহ সভাপতি পদে মোহাম্মদ রাজু, অর্থ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম এবং সদস্য পদে মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ সেকান্দার নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নুরুল ইসলাম জানান, কোন প্রকার সংঘাত ছাড়াই সকাল থেকে নির্বাচনকে ঘিরে মোগলদেরহাটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এরপরেও নিরাপত্তা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। নির্বাচনে মোট ২৮৯ ভোটারের মধ্যে ১৮৯টি ভোট কাস্টিং হয়।
এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল করে তাদের সমর্থকেরা।