রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন মিয়াজীপাড়ার প্রধান সড়কের উত্তর অংশটি পুনরুদ্ধার করে জনদূর্ভোগ দূরীকরণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে মিয়াজীপাড়ার প্রধান সড়ক পরিপূর্ণ জায়গা পুনরুদ্ধার ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আহমদ ছাফা, মো. সৌরভ, বাদশা আলম, সালাউদ্দিন মাহমুদ, মো. হাসান, মো. আমিনুল এহসান, আমিরুল হক, জসিম উদ্দিন, নুরুল আলম, দীদারুল ইসলাম, আবু জাহেদ মুন্না, নাজিম উদ্দীন, নঈম উদ্দীন, নবীরুল হক প্রমুখ।
বক্তব্যে ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, সড়কটি মূলত ১২ ফুটের ছিল কিন্তু কয়েকটি পরিবার এই সড়কের উত্তর অংশ দখল করে বিভিন্ন স্থাপনা করার পায়তারা করছে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। বর্তমান সড়কটি সংকুচিত হয়ে গেছে। কেউ মারা গেলে লাশ বের করার জায়গাটুকু নেই।
বুধবার এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর সড়কের জায়গা পুনরুদ্ধারে স্মারকলিপি দেওয়া হবে জানান তারা।