রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ব্রহ্মোত্তর উত্তর পাড়া ইউনুছিয়া তাজভীদুল কুরআন (নূরানী) মাদ্রাসার বার্ষিক মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে পুরষ্কার বিতরণ ও রাতে মাহফিল অনুষ্ঠিত হবে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিদর্শক মাওলানা আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ নুরুল্লাহ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল খালেক’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আজিম উদ্দিন চৌধুরী, ইসকান্দর তালুকদার, ফোরকান তালুকদার, সাবেক ইউপি সদস্য শামসুল আলম , সেলিম মেম্বার, হাজী নুরুল আকতার, আব্দুর রব, আব্দুল মান্নান সওদাগর, আকতার হোসেন, এমদাদ হাসান, মাওলানা এনামুল হক, আব্দুল খালেক, আব্দুল মান্নান ড্রাইভার, গাজী এনামুল হক, হাফেজ নুরুল হক, শফিউল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ইসলামিক সংঙ্গীত পরিবেশন করেন এফসিএস লাইভ চট্টগ্রাম। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।