রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রাক্তন শিক্ষকদের বিদায়, ২০২২ সালে এসএসসি’তে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. দেলেয়ার হোসেন।
সংবর্ধিত অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, সাবেক শিক্ষক মো. আবুল বশর। শিক্ষক মো. আসিফ উদ্দিন ও লিপি বড়ুয়া’র যৌথ সন্চলনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি রণজিত কুমার শীল, অধ্যাপক দানু মিয়া তালুকদার, অধ্যক্ষ আলী আহমদ, ফজলুল করিম, ব্যাংকার এস এম ইদ্রিস, প্রাক্তন সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল, মো. নাছের, ভবতোষ বড়ুয়া, সনজিত কুমার শীল, চুংকু বড়ুয়া, মো. মমতাজ, নুর মোহাম্মদ আজাদ, মো. ইউনুচ মিয়া লেদ, ফজলুল ইসলাম সেলিম, মো. ফরিদ প্রমুখ।