পররাষ্ট্রমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়
সৌদি আরব সংবাদদাতা:-
১৫ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী ও প্রতিষ্ঠাতা সভাপতি ড. অ্যাড. মশিউর মালেক, সহ-সভাপতি ও রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক সফল সভাপতি আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা ইঞ্জিনিয়ার তানভীর সিকান্দার।
রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রিয়াদ মেট্রোপলিটন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল-খারিজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং আল-কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন নিয়ে গঠনমূলক আলোচনা করা হয় এবং সাংগঠনিক কার্যক্রমকে একটি গতিশীল প্লাটফর্মে গড়ে তোলার নির্দেশনা প্রদান করা হয়। ড. এ কে আব্দুল মোমেন এমপি আলোচনায় রিয়াদের তিন নেতার নাম বিশেষভাবে উল্লেখ করেন যাদের মধ্যে অন্যতম মুহাম্মদ ইউসুফ খান(তথ্য সূত্র- প্রকৌশলী তানভীর সিকান্দার)।
২০২৪ সালের ৭ জানুয়ারি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচারিভাযান এবং সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়ন কর্মকান্ড ব্যাপকভাবে প্রচার করবার জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতাদের নির্দেশনা দিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন আজ আন্তর্জাতিক অঙ্গনে ‘আইডল ও আইকন’। এ ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা কেবল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মেধা প্রজ্ঞা ও পরিশ্রমের কারনেই সম্ভব হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপায়নে এক আত্নবিশ্বাসী উদ্যোমী সফল চিন্তা ভাবনার নাম। তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এক উন্নতমম স্হানে উপস্হাপন করতে সক্ষম হয়েছেন।