চট্টগ্রামে মো. সালাউদ্দিন লিটন (৩৩) প্রকাশ রিটন নামে এক যুবককে ২টি অস্ত্রসহ গ্রেফতার করে থানা পুলিশের কাছে সোপর্দ্দ করেছে র্যাব-৭ এর সদস্যরা।
শুক্রবার (২২ মার্চ) বিকালের দিকে র্যাব-৭ কর্তৃপক্ষ অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল
নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁওস্থ বালুছড়া এলাকার পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো.সালাউদ্দিন লিটন হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়াডের খন্দকিয়াস্থ বহাদ্দার বাড়ীর মৃত কামাল উদ্দিন পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকার পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় আটককৃত আসামির হেফাজত থেকে ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এছাড়াও সে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল মর্মে জনসম্মুখে স্বীকার করে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টির সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত কে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।