আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের অক্টোবর সার্বিস মাসের ধারাবাহিক সেবা কার্যক্রমের অংশহিসেবে আজ রবিবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং ইমার্জিং সন্দ্বীপ, লায়ন্স ক্লাব অব লিবার্টি এর উদ্যোগে এবং করেরহাট ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এবং লিও ক্লাব অব চিটাগং খুলশী, হিলভিউ, খুলশী ব্লু ও লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির, ওষুধ বিতরণ ও ডায়াবেটিক নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরে প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে। এরমধ্যে ৩০ জন রোগি অপারেশনের জন্য মনোনীত হয়। অল্প কিছুদিনের মধ্যে তাঁদেরকে লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে আবার বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। যাতায়াত সহ অপারেশন সম্পন্ন খরচ বহন করবে লায়ন্স ক্লাব।
লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর সম্মানিত সভাপতি লায়ন মাঈন উদ্দিন মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, লায়ন্স জেলা ৩১৫, বি৪ বাংলাদেশের রিজিওন চেয়ারপার্সন লায়ন তাহের আহাম্মদ, জোন চেয়ারপার্সন লায়ন সাইফুল ইসলাম টুটুল, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া ও পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক। লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র সভাপতি লিও তরিকুর রহমান বাবু, সহ-সভাপতি লিও জুয়েল দাশ, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সহ-সভাপতি লিও আসিফুল ইসলাম, সদস্য লিও জায়েন, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র ট্রেজারার শুভ চক্রবর্ত্তী, মেম্বারশিপ চেয়ারপার্সন কামরুল ইসলাম, প্রেস সেক্রেটারি লিও ইমাম হোসেন, প্রোগ্রাম চেয়ারম্যান লিও রিপন গোপ, জয়েন্ট ট্রেজারার লিও শাখাওয়াত, লিও সাদেক, টেইল টুইস্টার লিও তানজিদ, পাবলিক রিলেশনশিপ অফিসার লিও রোহিচ উদ্দিন ফাহিম, সদস্য লিও আদর, লিও সারাবন তাহুরা, প্রমুখ।