দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ শপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ নেন তিনি।
শপথ অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াৎ করা হয়। এরপর স্পিকার নিজে শপথবাক্য পাঠ করেন। সংসদ সচিবালয়ের সচিব আব্দুস সালাম এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে সকাল ১০ টার দিকে প্রথমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথপত্রে সই করেন।
পরে সকাল ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। শপথ শেষে নির্বাচিত সকল স্বতন্ত্র প্রার্থীরা শপথপত্রে স্বাক্ষর করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।
এদিন সকাল থেকেই সারা দেশ থেকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা উপস্থিত হতে থাকেন।
এর আগে রোববার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে জাতীয় পার্টির (নাঙ্গল প্রতীক) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ৫০ হাজার ৯ শত ৭৭ ভোট পেয়ে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ নেওয়ার পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকতে হবে। সে হিসাবে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।