সন্দ্বীপের সামাজিক ও মানবিক সংগঠন হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশন মুছাপুর ১ নং ওয়ার্ডে সনাতনী ধর্মলম্বীদের আনন্দ ধাম কালী বাড়ীতে ৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ৫ জানুয়ারি বিকেল ৪ টায় ফাউন্ডেশনের পরিচালক মাস্টার সাহাব উদ্দিন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় শিক্ষক বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠ পোষক লিয়াকত আলী, বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সাবেক ছাত্রনেতা দাউদ খালেদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, মুছাপুর আনন্দ ধাম কালী বাড়ীর সভাপতি দুলাল চন্দ্র দাস, ও মুছাপুর ইউপির সাবেক সদস্য হেলাল উদ্দিন।