চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার ফুটপাতে উঠে যাওয়ার ঘটনায় আহত পথচারী নিলিফা আক্তার মাসুদা (৩৫) এক নারী মারা গেছেন।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার(২৯ আগষ্ট) সকাল ১১টায় ঢাকাগামী শ্যামলী বাস ও ফেনী এইচ আর ট্রাভেলস বাস প্রতিযোগীতামুলক বাস চালাতে গিয়ে পৌরসদরস্থ হাইস্কুলে পাশে মহাসড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারের পিছনে ধাক্কা দিলে কার ফুটপাতে উঠে যায় এতে প্রায় ৩০ জন আহত হয়। উক্ত সড়ক দুর্ঘটনায় আহত নিলুফা আক্তার মাসুদা(৩৫)কে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
নিহত নিলুফা আক্তার মাসুদা মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের লালমিয়া মিঝি বাড়ির ওমান প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী। তাদের ঘরে এক মেয়ে দশম শ্রেনিতে ও ছেলে চতুর্থ শ্রেনিতে পড়ে। তার সন্তানদের উপবৃত্তির টাকা তুলতে মিরসরাই সদরে আসছিল। বিকাশে সমস্যা হচ্ছে তাই সমাধানের লক্ষ্যে মিরসরাই সদরে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন।
৩০ আগষ্ট রাত ৯.৩০ ঘটিকায় বড়তাকিয়া জাহেদিয়া মসজিদের সামনে মরহুমা’র জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মঙ্গলবারের দুর্ঘটনায় প্রাইভেট কারের মালিক বাদি হয়ে বাসের চালককে আসামী করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।