চট্টগ্রাম 10:07 am, Saturday, 5 October 2024

সন্দ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইচিন্তার বর্ণমালা র্যালি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বই বিষয়ক সংগঠন বইচিন্তা’র আয়োজনে বর্ণমালা র‌্যালি ও দোয়া মাহফিল করা হয়।

২১ ফেব্রুয়ারি (বুধবার) সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের শিবেরহাট এলাকায় প্রধান সড়ক পদক্ষিণের পর র‌্যালি শেষ হয়।

বাংলা বর্ণমালার বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মাদ্রাসা ও স্কুলের শিশু-কিশোররা এ র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালি শেষে শিবেরহাটের দক্ষিণ মাথায় সাওতুল কুরআন ইনস্টিটিউটে সংক্ষিপ্ত আলোচনা ও ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল করা হয়।

দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম ডেপুটি ব্যুরো চিফ সুজিত সাহা বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বইচিন্তা’র র্যালি ও বর্ণমালা প্রদর্শন একটি ভিন্ন মাত্রার আয়োজন। বিশেষত মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বাংলা বর্ণমালা সম্পর্কে সচেতনতা সৃষ্টি মাতৃভাষার প্রতি ‘বইচিন্তা’র উদ্যোক্তাদের অদম্য ভালোবাসার নিদর্শন। মাতৃভাষায় বই পাঠের অভ্যাস গড়ে তুলতে আজকের আয়োজন কোমলমতি শিশুদের মনে রেখাপাত করবে বলে আমার বিশ্বাস।’

পূবালী ব্যাংক কর্মকর্তা এরশাদ উল্যাহ বলেন, ‘মানুষের মনে বাংলা ভাষার আবেগপ্রবণ অনুভূতি প্রকাশে বইচিন্তা’র এমন আয়োজন সত্যিই চমৎকার। সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে এবং তরুণরা চাইলে সম্ভব।’

বইচিন্তা’র প্রধান সমন্বয়ক নজরুল নাঈম বলেন, ‘মানুষকে বইমুখী করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বই বিষয়ক সংগঠন বইচিন্তা কাজ করছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে এবং আলোকিত হবে সমাজ ও মাতৃভূমি বাংলাদেশ।’

এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক হাফেজ রবি, হাফেজ এহসান, হাফেজ তামজিদ, স্কুল শিক্ষক মোঃ নাজমুল শিহাব, ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, বইচিন্তা টিমের নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহমান, মেহেরাজ, ইফতি, অভি, অহি, মাহিম, আল-আমিন, আরমান, আবদুর রহিম মিনহাজ, শাখাওয়াত শুভ প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুন ‘বইচিন্তা’ নামে ফেসবুক পেইজ ও গ্রুপ খোলা হয়, (৬ আগস্ট’২২) বইচিন্তা’র উদ্যোগে বই ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা করা হয়,
(২৩ সেপ্টেম্বর’২২) সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে “বইচিন্তা হাসপাতাল পাঠাগার” স্থাপন করা হয়, (১ ফেব্রুয়ারি’২০২৩) বইচিন্তা সহ মোট ৩টা সংগঠনের সমন্বয়ে সন্দ্বীপের স্কুল-কলেজে মাসব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়, (১ ফেব্রুয়ারি ২০২৪) ভাষা শহীদদের আত্মত্যাগের সম্মানে, সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও যথাযথ মর্যাদা রক্ষার্থে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষার প্রতি সম্মান’ শীর্ষক সচেতনতামুলক অনলাইন ক্যাম্পেইন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে রূপসী ঝর্ণায় ২ শিক্ষার্থীর মৃত্যু

সন্দ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইচিন্তার বর্ণমালা র্যালি

Update Time : 10:56:33 pm, Thursday, 22 February 2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বই বিষয়ক সংগঠন বইচিন্তা’র আয়োজনে বর্ণমালা র‌্যালি ও দোয়া মাহফিল করা হয়।

২১ ফেব্রুয়ারি (বুধবার) সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের শিবেরহাট এলাকায় প্রধান সড়ক পদক্ষিণের পর র‌্যালি শেষ হয়।

বাংলা বর্ণমালার বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মাদ্রাসা ও স্কুলের শিশু-কিশোররা এ র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালি শেষে শিবেরহাটের দক্ষিণ মাথায় সাওতুল কুরআন ইনস্টিটিউটে সংক্ষিপ্ত আলোচনা ও ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল করা হয়।

দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম ডেপুটি ব্যুরো চিফ সুজিত সাহা বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বইচিন্তা’র র্যালি ও বর্ণমালা প্রদর্শন একটি ভিন্ন মাত্রার আয়োজন। বিশেষত মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বাংলা বর্ণমালা সম্পর্কে সচেতনতা সৃষ্টি মাতৃভাষার প্রতি ‘বইচিন্তা’র উদ্যোক্তাদের অদম্য ভালোবাসার নিদর্শন। মাতৃভাষায় বই পাঠের অভ্যাস গড়ে তুলতে আজকের আয়োজন কোমলমতি শিশুদের মনে রেখাপাত করবে বলে আমার বিশ্বাস।’

পূবালী ব্যাংক কর্মকর্তা এরশাদ উল্যাহ বলেন, ‘মানুষের মনে বাংলা ভাষার আবেগপ্রবণ অনুভূতি প্রকাশে বইচিন্তা’র এমন আয়োজন সত্যিই চমৎকার। সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে এবং তরুণরা চাইলে সম্ভব।’

বইচিন্তা’র প্রধান সমন্বয়ক নজরুল নাঈম বলেন, ‘মানুষকে বইমুখী করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বই বিষয়ক সংগঠন বইচিন্তা কাজ করছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে এবং আলোকিত হবে সমাজ ও মাতৃভূমি বাংলাদেশ।’

এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক হাফেজ রবি, হাফেজ এহসান, হাফেজ তামজিদ, স্কুল শিক্ষক মোঃ নাজমুল শিহাব, ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, বইচিন্তা টিমের নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহমান, মেহেরাজ, ইফতি, অভি, অহি, মাহিম, আল-আমিন, আরমান, আবদুর রহিম মিনহাজ, শাখাওয়াত শুভ প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুন ‘বইচিন্তা’ নামে ফেসবুক পেইজ ও গ্রুপ খোলা হয়, (৬ আগস্ট’২২) বইচিন্তা’র উদ্যোগে বই ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা করা হয়,
(২৩ সেপ্টেম্বর’২২) সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে “বইচিন্তা হাসপাতাল পাঠাগার” স্থাপন করা হয়, (১ ফেব্রুয়ারি’২০২৩) বইচিন্তা সহ মোট ৩টা সংগঠনের সমন্বয়ে সন্দ্বীপের স্কুল-কলেজে মাসব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়, (১ ফেব্রুয়ারি ২০২৪) ভাষা শহীদদের আত্মত্যাগের সম্মানে, সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও যথাযথ মর্যাদা রক্ষার্থে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষার প্রতি সম্মান’ শীর্ষক সচেতনতামুলক অনলাইন ক্যাম্পেইন করা হয়।