স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্হান ও সড়ক রক্ষনাবরক্ষণ কর্মসূচি -৩( আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের ১২৬ জন নারী কর্মিদের ১ হাজার টাকা করে ৪ বছরের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ ১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টা সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রকৌশলী আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা। সভায় বক্তব্য রাখেন সহকারী হিসাব রক্ষক মোক্তাদের রহমান, উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন, সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রতি নারী কর্মিদের এক লক্ষ উনিশ হাজার আটশত পনের টাকার চেক হস্তান্তর করা হয়।