সন্দ্বীপে এসএসসি ও সমমানের পরীক্ষা দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় ১৫ ফেব্রয়ারি বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষার্থী ছিল পূর্বের অকৃতকার্য সহ ৩ হাজার ৬ শত ৮৭ জন । আজ প্রথম দিনের পরিক্ষার্থী ছিল ৩ হাজার ১ শত ২৯ জন, তার মধ্যে পরিক্ষা অংশ গ্রহন করে ৩ হাজার ৮৩ জন। ৪৬ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেনি। এসএসসিতে অনুপস্থিত ৩৩ জন দাখিলে ৬ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ।এস,এস,সিতে বাংলা ১ ম পত্র, দাখিল পরীক্ষা কোরআান মজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষয় বাংলা ২ য় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সন্দ্বীপ উপজেলার আটটি কেন্দ্রের মধ্যে এসএসসির ৬ টি কেন্দ্র , ৩ হাজার ০৫ জন, দাখিলের ১ টি কেন্দ্র ৫২৩ জন, এস এস সি ভোকশনালের ১ টি কেন্দ্রে ১৫৯ জন পরিক্ষার্থী এবারের পরিক্ষায় অংশ গ্রহন করবে।
এসএসসি ৬ টি কেন্দ্রের মধ্যে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫২ জন, আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৫ জন, সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০৮ জন, একে একাডেমির গাছুয়া কেন্দ্রে ৩৩১ জন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩১ জন, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫৮ জন, দাখিলের ১ টি কেন্দ্রে বশিরিয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫২৩জন, এ ছাড়া ভোকেশনালের এক মাত্র কেন্দ্রে ১৫৯ জন।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম জানান সন্দ্বীপ ৮ কেন্দ্রে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরিক্ষা কেন্দ্রের বাহিরে ১৪৪ ধারা জারি ছিল।