ঘূণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও সিপিপির উদ্যেগে প্রস্তুতি সভা ১০ মে বুধবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা ।
সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সিপিপির সভাপতি মশিউর রহমান বেলাল, উক্ত সভায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম, সন্দ্বীপ উপজেলা ইউনিট এর যুব সদস্যরা অংশ গ্রহণ করেন। তারা “মোখা” মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।তাদের মধ্যে উপস্থিত ছিলেন দলনেতা আব্দুল করিম আলো, দলনেতা (১) ইকবাল হোসেন, টিম লিডার দুর্যোগ এবং মানবিক প্রতিক্রিয়া তালুকদার রিমন, রিসোর্স মোবিলাইজেশন মোঃ অনি।দ
সভায় ঘূণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়। এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া।আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১০ মে) সকালে বিশেষ বার্তায় জানায়, দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতির কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।সেসঙ্গে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 


















