সন্দ্বীপে ট্রাক অটোরিক্সা সংঘর্ষ পাশ দিয়ে চলার সময় একটি মোটরসাইকেল ট্রাকের নিচে পিষ্ট হয়ে তিন জন মারাত্মক আহত হয়।আহত তিন ছাত্র হলো মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর ছাত্র জোবায়ের সেনেরহাটের উত্তর পাশে সিলকার গো বাড়ি, পৌরসভা ৮ নং ওয়ার্ড
মোঃ শাকিব, পিতাঃ নজরুল ইসলাম,
আবদুর রহমান, পিতাঃ আশরাফ, উভয়ের রবিউল আলম মেম্বার এর বাড়ি পৌরসভা ৮ নং ওয়ার্ড সন্দ্বীপ । খাদেমুল ইসলাম মাদ্রাসার ছাত্র মোঃ শাকিব , বৃহস্পতিবার বেলা পোনে বারোটায় সন্দ্বীপ গুপ্তছড়া সড়কের খন্তার হাটের পশ্চিমে সন্দ্বীপ বিদ্যুৎ কেন্দ্রের সাব ষ্টোশনের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে পশ্চিম দিক থেকে সন্দ্বীপ উপজেলা খাদ্য গুদামের চাল ভর্তি ট্রাক পূর্ব দিকে আসলে পশ্চিম দিক থেকে আর পাশ কাটানোর সময় অটোরিকশার সাথে ধাক্কা লাগে, পূর্ব দিক থেকে মোটরসাইকেল পশ্চিম দিকে ক্রস করার সময়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ড্রনে পড়ে যায়, সাথে সাথে তাদের কে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য জনকে চট্টগ্রাম এফিক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । জোবায়ের মাথার ঠুলি সমস্যা ও দুই পা ভেঙ্গে গেছে। শাকিবে দুই পা পুরোটা ভেঙে গেছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন একটি এক্সিডেন্ট খবর পেয়ে এস আই আশ্রাফ কে পাঠিয়েছি, তবে তাদের মধ্যে সমঝোতা হওয়ায় কোন মামলা হয় নি।