গত শনিবার ভোররাতে সন্দ্বীপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ব্যবসায়ী-শিক্ষকসহ গুরুতর আহত দোষী সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ৬ মার্চ সকাল থেকে সন্দ্বীপের পূর্ব অঞ্চল থেকে এনাম নাহার মোড় পর্যন্ত রাজপথ ছিল উত্তাল, বেলা ১১ টার দিকে মগধরা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সন্দ্বীপ থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে দুই থেকে আড়াইশ লোকজন।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের পরিচালক ও ডাকাত দলের হামলার আহত শিক্ষক মাইমুনা খানম নিফার বড় ভাই রেজাউল করিম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, মগধরা ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ছাব্বিরুল ইসলাম, হারামিয়া ইউপি সদস্য আজম খান তুহিন, পূর্ব সন্দ্বীপ দাখিল মাদ্রাসার সুপার নিজাম উদ্দীন, ও সাবেক ইউপি সদস্য ফজলুল করিম, বেলা সারে এগারোটার সময় দোষীদের গ্রেফতার করার জন্য সাত সদস্যর একটি প্রতিনিধি সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করে এসময় উপস্থিত ছিলেন রেজাউল করিম, মাওলানা নিজাম উদ্দীন, ছাব্বিরুল ইসলাম, আবদুল রহিম সওদাগর, এস এম জিহাদ, ও সাজেদুল করিম তুহিন সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন ও সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার।

বেলা ১২ টায় সন্দ্বীপ পাবলিক হাইস্কুলে থেকে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সন্দ্বীপ থানা অভিমুখে রওনা দেয় এতে হাজার খানেক শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দরা অংশ নেন, থানার সামনে সকল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোছাদ্দেকুল মাওলা, সহ প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, মাস্টার মাইনউদ্দীন, পরে সন্দ্বীপ থানার ওসি নেমে বিক্ষোভ কারিদের শাস্ত করেন এবং তিনি বক্তব্যে বলেন বাকি আসামীদের ধরার জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।
বেলা ১.৩০ সময় আবুল কাশে হায়দার মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যেগে মানববন্ধন করা হয় এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ সহ শিক্ষক বৃন্দরা। এবং আলাদাভাবে মানববন্ধন করে মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন এতে ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 

























