গত বুধবার শেষরাতে দক্ষিণ সন্দ্বীপের জনতা মার্কেট, মগধরা ৮ নং ওয়ার্ড সরকারি পুকুর পাড় ও আদর্শ মার্কেট এক সাথে সাতাশটি দোকান এবং বৃহস্পতিবার রাতে দক্ষিণ সন্দ্বীপের সবচেয়ে বড় শিবের হাটে ৮ টি দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়।
শিবের হাটের দক্ষিণ মাথা আল-আমীন ক্লথ স্টোর, হাসপাতাল সংলগ্ন মুয়াজ্জিন স্টোর, বলির পুলের আবুল বশরের দোকান,মা স্টোর বলির পুল,শরীফ এন্টারপ্রাইজ বেলাল সওদাগর (বলির পুল সহ ৮ টি দোকান, আদর্শ মার্কেটে ২ টি দোকান বাদে সব দোকান চুরি করে। উক্ত বাজার গুলি চুরির বিষয়ে আজ বিকেল ৪ টায় সন্দ্বীপ থানায় যাওয়া হলে কতৃব্যরত অফিসার আশরাফ বলেন এখন পর্যন্ত এ ব্যপারে থানায় কোন অভিযোগ আসেনি বিষয়টি আমাদের নলেজে আছে। অভিযোগ আসলে গুরুত্ব সহকারে দেখা হবে।