প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড সন্দ্বীপ জোন ১০ এর আয়োজনে ২০২২ ব্যবসা বর্ষের পুরুস্কার বিতরণ ও ২০২৩ ব্যবসা বাস্তবায়নের লক্ষে কর্মি ও সুধী সমাবেশ ১২ ফেব্রয়ারি ২৩ রহমতপুর পশ্চিম সাগর পাড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ইভিপি (পিআরটি) ও ইনচার্জ চট্টগ্রাম জোন- ১০ এম এম আবদুর রহমান সুমন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানির উপদেষ্টা এ টি এম হামিদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানির উপ- ব্যবস্হপনা পরিচালক (উন্নয়ন) আলহাজ্ব এম এ মতিন, কোম্পানির এসইভিপি ও ইনচার্জ, চট্টগ্রাম কর্পোরেট জোন -০১ নাইমুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক মশিউর রহমান বেলাল, ১২ নং রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, সন্দ্বীপ পৌরসভার কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল, ও সন্দ্বীপ টাউন মার্চেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রাইম লাইফ ইন্সুইরেন্সের সন্দ্বীপের প্রায় পাঁচ শতাধিক কর্মি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সকাল থেকে রহমতপুর সাগর পাড়ের বিভিন্ন ধরণের আনন্দ উৎযাপন করা হয়। সব শেষে রেফেল ড্রায়ের মাঝে বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।