টানা এক সপ্তাহে অব্যহত ভারি বর্ষণে সন্দ্বীপে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে, বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দী হওয়ার খবর পাওয়া গেছে, অনেক এলাকায় রাস্তায় পানি উঠে যান চলাচলের বিগ্ন হচ্ছে। ৭ আগষ্ট সোমবার সকাল ৮ টায় বাউরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড নাজিরহাট রাস্তা সংলগ্ন রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্রোতে একটি বড় রেইন ট্রি (কড়ই গাছের )গোড়ার মাটি সরে গাছটি রাস্তার উপড়ে পরে এবং রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক ঘন্টা ধরে বাউরিয়া গাছুয়া কালাপানিয়া সন্তোষপুর ইউনিয়নের জনসাধারণ সাথে দক্ষিণ সন্দ্বীপ মুখী চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কর্মিরা রাস্তার গাছ পরিষ্কার করে, গাছ উপরে পড়ে বিদুৎ সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে, সন্দ্বীপ ফায়ার স্টেশনের সাব-অফিসার মঈনউদ্দিনের নেতৃত্বে স্টেশনের জনবল সহ দ্রুত গিয়ে গাছ অপসারণ করে রাস্তায় গাড়ি এবং জনসাধারণের চলাচলের জন্য নিরসন করা হয়।
এদিকে দক্ষিণ সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের নদীর এলাকায় সরেজমিনে ঘরে দেখা গেছে সাগরের তীব্র উত্তালের কারণে নদী পাড়ের কয়েকটি ঘরে গাছ পড়ে ও ঘরের পাশ ভেঙ্গ বসবাসের অনুপযোগী হয়ে তারা মানবেতর জীবন পাড় করছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন ভারি ভর্ষণ অব্যহত থাকায় দেলোয়ার খাঁ সড়কে গাছ পড়ার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের লোকজন পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধান করছি, এবং দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় আমাদের প্রশাসন সব সময় জনগণের পাশে রয়েছে।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 









