সন্দ্বীপ উপজেলার এম.এ মোবারক মিয়া পরিবারের পৃষ্ঠপোষকতায় ও মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর গ্রুপ নির্ধারণ দোয়া মাহফিল ৩১ আগষ্ট শনিবার এনাম নাহার মোড় মোহাম্মদ মিয়া কমপ্লেক্সের ২য় তলায় অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, দি চিটাগং সার্ভে (আমিনশীপ) ট্রেনিং সেন্টার( এনাম নাহার মোড়) পরিচালক এডভোকেট মাকসুদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী বিএনপি নেতা জামশেদুর রহমান, আহমেদ এন্টার প্রাইজের সত্তাধিকারি ফেরদৌস আহমেদ কৌশিক, প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর চট্টগ্রাম জোন ১০ এক্সিকিউটিভ ভাইস প্রসিডেন্ট আবদুর রহমান সুমন, দোয়া মাহফিল পরিচালনা করেন সারিকাইত মমতাজুল করিম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিন, আর ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী আবুল কাশেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবদুল কাইয়ুম, টুর্নামেন্ট শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ফোরকান উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা। খেলায় মোট ছয়টি দল অংশ গ্রহন করবে দল গুলো হলো। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আবু সায়েদ, শহিদ ওয়াসিম, শহিদ সৈকত, শহিদ ফারহান ফায়েজ, শহিদ মীর মুগ্ধ, শহিদ ইয়ামিন। নামে ছয়টি দল অংশ গ্রহন করবে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে পৃর্ব সন্দ্বীপ হাই স্কুল থেকে উক্ত খেলা শুরু হবে।