সন্দ্বীপের পূর্ব অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যেগতা পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ ওয়াই এম ছায়েদুল হকের নাম করণে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধা বৃত্তি পরিক্ষা ২০২২ / ১৯ নভেম্বর শনিবার সন্দ্বীপ পাবলিক হাই স্কুলে অনুষ্ঠিত হয়।
এবারের পরিক্ষায় সন্দ্বীপের ২৬ টি উচ্চ বিদ্যালয় ও ৮ টি মাদ্রাসার ৮ম শ্রেণীর মোট ৩৭২ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে।
পরিক্ষা ব্যাবস্হাপনা কমিটির সচিব হিসাবে দায়িত্ব পালন করেন মাওলানা জহিরুল ইসলাম, পরিক্ষা নিয়ন্ত্রক ছিলেন মোস্তফা বিএসসি, মোস্তফা আল মোস্তাফিজ, মাস্টার মাহবুবুল আলম, সমন্বয়ক মাওলানা আলাউদ্দিন, মাস্টার শাহীন উদ্দিন, পরিক্ষার হল পরিদর্শন ও সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, পৃর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান, মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনউদ্দীন, কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, এনাম নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, সহ প্রধান শিক্ষক মোঃ আলী সন্দ্বীপ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত রায়, পৃর্ব সন্দ্বীপ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দীন, ডাক্তার আহমেদ উল্লাহ সালেহা মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন সাবেক শিক্ষক শরিফ সাইফুল্লাহ, প্রভাষক মাইনউদ্দীন, মাস্টার কামাল উদ্দীন স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাস্টার আবদুর রহমান ভূইয়া রিপন প্রমুখ।