জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি বলছেন দু:স্থ ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে শেখ হাসিনার সরকার সারা দেশে সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন ভাতা চালু করেছেন। ভাতা বিতরণে অনলাইন পদ্ধতি চালু হওয়ায় কমেছে দুর্নীতি, অনিয়ম ও দালালদের দৌরাত্ন্য। তিনি ১৫ অক্টোবর রবিবার সাল ১১ টায় হারামিয়া ইউনিয়নের ৬৪২১ জন সুবিধাভোগীদের মধ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রকিবুল আহসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মুরাদ ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মো: রহিম উল্যা, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আমিনুর রসুল হেলাল ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কাদের প্রমূখ।