সন্দ্বীপ ন্যাশনাল সঞ্চয় ও ঋনদান কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যেগে দক্ষিণ সন্দ্বীপের ১৩০ পরিবার কে ১৩ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
৩০ মার্চ ২৩ বিকেল ৩ টায় শিবের হাটে কো-অপরেটিভের নিজস্ব কার্যালয়ে এ সামগ্রী দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ন্যাশনাল কো- অপারেটিভের সভাপতি কাজী আকতার হোসেন। প্রতিষ্ঠানের ব্যাবস্হাপক দিদারুল আলমের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মাহমুদ। বক্তব্য রাখেন সন্দ্বীপ ন্যাশনাল সঞ্চয় ও ঋনদান কো- অপারেটিভের সহ সভাপতি ডাক্তার শামসুল আলম নয়ন, সাধারণ সম্পাদক নুরুল আবছার ফুয়াদ, পরিচালক মোঃ আকবর হোসেন, রেজাউল করিম, শামসুল আরেফিন ও ওমর ফারুক। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ ন্যাশনাল কো-অপারেটিভের কর্মকর্তা আকতার হোসেন, ইসহাক হোসেন, মোঃ সোহেল, মোঃ তারেক, মোঃ আরিফ, মোঃ আবদুল হামিদ প্রমুখ।