শিশু মেধা বিকাশে পঞ্চম শ্রেণির কৃতী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর ২০২৩, (শুক্রবার) সকাল ১১ টায় সন্দ্বীপের মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উত্তর সন্দ্বীপ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসাইন, বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মাদরাসার প্রভাষক এনায়েতুর রহমান খান, পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মুহাম্মদ আলমগীর, মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, হল সুপার মাস্টার মাহফুজুর রহমান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন প্রমুখ।
প্রসঙ্গত, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর উদ্যোগে ২০১৪ সাল থেকে নিয়মিত এমসিকিউ পদ্ধতিতে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এই পরীক্ষায় সন্দ্বীপের প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে। শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে।কর্মসূচিগুলো হচ্ছে- ১. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রতিযোগিতা (৫ম শ্রেণি, সূচনা ২০১৪), ২. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫), ৩. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬), ৪. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (মাধ্যমিক স্তর, সূচনা ২০১৮), ৫. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮), ৬. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২), ৭. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা (সূচনা ২০২২)।