“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে নানা আয়োজনে বিশ্ব মে দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সীতাকুণ্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিশ্ব মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উত্তর বাজার থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি পৌরসদরস্থ ডি.টি রোড পদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দল সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সালাউদ্দিন।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম সাদেক এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমদ ছলু।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার মোঃ সেলিম উদ্দিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সাহাবউদ্দিন, পৌর বিএনপির সদস্য মোঃ আলী, পৌর যুবদলের সাবেক সভাপতি ও পৌর কমিশনার মোঃ সেলিম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ নোমান, উপজেলা বিএনপির সদস্য শামছুদোহা, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইদ্রিস মিয়া মনির, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ও সাধারণ সম্পাদক নুর মোস্তফা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ শামছু, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিক ও সাধারণ সম্পাদক সোহাগ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, প্রগতি ইন্ডাস্ট্রিজ ও সিবিএ নেতা নাছির উদ্দিন, রিক্সা শ্রমিক দল নেতা জাহাঙ্গীর, সিএনজি শ্রমিক দল নেতা মোঃ মাহবুব, কার মাইক্রো শ্রমিক দলের সদস্য বোরহানসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে উত্তর বাজার থেকে একটি র্যালী শুরু হয়। র্যালীটি পৌরসদরস্থ ডি.টি রোড পদক্ষিণ করে সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার সামনে এসে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর মাওলানা মিজানুর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ তাহের, সীতাকুণ্ড উপজেলার প্রধান মিডিয়া সম্পাদক আবুল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।