সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এস এম আল মামুন এর ব্যাক্তিগত অর্থায়নে, বুধবার (১৮ অক্টোবর) উপজেলার সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সহসভাপতি দুলাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক আশীষ কুমার শীল, সাংগঠনিক সম্পাদক চন্দন দেবনাথ সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার সনাতনী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাধারণ সম্পাদক আশীষ কুমার শীল বলেন, এবার সীতাকুণ্ড উপজেলায় ৬৯ টি মণ্ডপে দূর্গা পূজা উদযাপিত হবে। তার মধ্যে গোট পূজা ৪টি ও প্রতিমা পূজা ৬৫টি।
তিনি আরও বলেন, দূর্গা পূজাকে সামনে রেখে মাননীয় উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন মহোদয়ের দিক নির্দেশনা মূলক বক্তব্যসহ অনুদান আমাদের মানষিক শক্তি সঞ্চার করেছে।
এসময় উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমি আমার সাধ্যমত আপনাদের সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে একসাথে সকলের স্ব স্ব ধর্মীয় উৎসবগুলো পালন করবো।