সারা দেশের ন্যায় সীতাকুণ্ডে অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, প্রাথমিক ঔষুধ ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শতাধিক এইচএসসি পরিক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক ঔষুধ ও শিক্ষা উপকরণ তুলে দেন তারা।
সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ আলী জিকু বলেন, জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ এর সার্বিক তত্ত্বাবধানে সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি,জরুরী ঔষধ, খাওয়ার স্যালাইন ও পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সীতাকুণ্ড ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুবীর কান্তি নাথ বলেন, এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক ঔষুধ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি কলেজ শাখা ছাত্রদলের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ আলী জিকু, সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল ভূঁইয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন নীরব, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুয়েল নুর, সদস্য কাওছার আক্তার রিয়া,রিয়াজ উদ্দীন, ইমন, পারভেজ, জনি, আরফাত, রিয়াদ প্রমূখ।