সরস্বতী পূজা হচ্ছে বিদ্যার দেবী। দেবী সরস্বতী তার বীণার সাথে বসন্তের রাগ বাজিয়েছিলেন। সৃষ্টি তার বীণার ধ্বনি থেকে বাক ও সঙ্গীত লাভ করে। দেবী জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছেন, যা থেকে বিশ্বকে জ্ঞানের আলো প্রসারিত হয়েছে। তাই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতীর বিশেষ পূজা করা হয়। প্রতি বছরের মতো এবছরও চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এ পূজা উদযাপন করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে প্রার্থনার মাধ্যমে সরস্বতী পূজা শুরু হয়ে একইদিন সন্ধ্যা ৭টায় সন্ধ্যাআরতির মধ্যদিয়ে পূজা শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুবীর কান্তি নাথ, শিক্ষক অজিত, সৌমেন, বংকিম, বলরাম মহোদয়।
আরও উপস্থিত ছিলেন, পূজা কমিটির সভাপতি জয় সূত্রধর, সাধারণ সম্পাদক তমা দে। হৃদয় কর্মকার, যিশু নাথ, কোষাধ্যক্ষ নিলয় ভৌমিক, অমিত দাস, সাংস্কৃতিক সম্পাদিকা কেয়া দে, সাজসজ্জা সম্পাদক সিমান্ত, উদয় দাস পলাশ, আপ্যায়ন সম্পাদিকা পায়েল সাহা প্রমুখ।