বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, দলটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী বলেছেন, সীতাকুণ্ড হবে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য নজির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে আমরা আমাদের প্রাণের সীতাকুণ্ডকে এগিয়ে নিব।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সীতাকুণ্ডের শঙ্করমঠ ও মিশন পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সনাতন সম্প্রদায়ের নেতা এবং শঙ্করমঠ ও মিশনের আমন্ত্রণে তিনি সীতাকুণ্ডে আসেন।
এসময় তিনি বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় একটি জাতীয় তীর্থস্থান। প্রতিবছর লাখ লাখ সনাতন ধর্মাবলম্বীরা এখানে দর্শন করেন। দেশ-বিদেশে এই সীতাকুণ্ডের আলাদা পরিচিতি আছে। আমরা এখানে আরও উন্নয়নমূলক কাজ করব। নতুনভাবে সাজিয়ে তুলব চন্দ্রনাথ ধামকে। এখানে কোটি মানুষের মিলন ঘটবে বলে আমার বিশ্বাস।
এসময় তিনি সিড়ি বেয়ে শঙ্করমঠ ও মিশনে আরোহণ করেন এবং মঠের ভেতরে মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী তপনানন্দ গীরি মহারাজ, শ্রমতি ভক্তিদি ও অন্যান্যদের সাথে আলোচনা করেন। পরে তিনি শঙ্কর মঠ ও মিশনের পাশে পাহাড় ধ্বসে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার স্থানটি পরিদর্শন করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে বেলা সাড়ে এগারোটায় শঙ্কর মঠে পৌঁছান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান৷
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন, দল, মত নির্বিশেষে সকলেই লায়ন আসলাম চৌধুরীকে ভালোবাসেন। তিনি একজন সার্বজনীন নেতা। তিনি সর্বস্তরের জনগণের নেতা। আজকে তিনি শঙ্কর মঠে এসেছেন সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে দেখা করার জন্য। কাউকে তিনি জানাননি। কিন্তু আপনারা দেখেন শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষও ওনাকে দেখতে ছুটে এসেছেন। তারা শুধু শুনেছেন শঙ্কর মঠে আসলাম চৌধুরী এসেছেন। তিনি আরও বলেন, একটি শান্তির সীতাকুণ্ড প্রতিষ্ঠায় আমরা আসলাম চৌধুরীকে রূপকার হিসেবে দেখতে চায়। তার নেতৃত্বে আমরা আগামী দিনে আমাদের সীতাকুণ্ড গড়ব। একসাথে এগিয়ে যাব।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন উত্তর জেলা বিএনপির সদস্য ইউছুফ নিজামী, শামসুল আলম আজাদ, পৌর বিএনপির আহব্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মেদ ছলু, বিএনপি নেতা আবুল মনসুর, পৌর যুবদলের আহ্বায়ক অমলেন্দু কনক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন চৌধুরী, সাবেক পৌর ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিন, সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দলের নেতৃবৃন্দ ।