হাটহাজারীতে মিলন বড়ুয়া (৩৬) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলায় ফতেপুর ইউনিয়নের ২নং ওয়াডস্থ জোবরা গ্রামের বড়ুয়া পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মিলন বড়ুয়া রাঙ্গামাটি জেলার রিজার্ভ বাজার এলাকার রাহাল বড়ুয়ার পুত্র। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোবরা বড়ুয়া পাড়ার নিখিল চন্দ্র বড়ুয়ার বাড়িতে ১২ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করে আসা মিলন মাদকসেবী ছিলো।সে প্রায় সময় মাদকসেবন করতো। তার জিৎ বড়ুয়া (১১), জ্যোতি বড়ুয়া (৫) নামে দুটি সন্তানও আছে। হয়তো নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে পুকুরে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। সে বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছে বলেও জানা গেছে। অনেকে বলছেন ঋণের চাপেও সে আত্মহত্যা করে থাকতে পারে। নিহতের ভোর ৫টার দিকে ঘর থেকে পুকুরে যায় মুখহাত পরিষ্কার করতে। সেখানে কিভাবে মারা গেলো জানিনা।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা দ্বীপ বড়ুয়া জানান, মিলন বড়ুয়া ওখানে ভাড়া বাসায় থাকতেন। সকালে স্থানীয়রা পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কি কারনে কেনো কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই জানা যাবে।