হাটহাজারীতে সিবিএম ব্রিকস ও এসএবি এবং সেভেন বিএম ব্রিকসের মালিক যথাক্রমে এনাম ও ইলিয়াস কে উপদেষ্টা করে ইট ভাটা মালিক সমিতির ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
রবিবার((৫ মার্চ) রাতে হাটহাজারী সদরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে ডায়মন্ড অটো সুপার ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক হারুন উর রশিদ কে সভাপতি ও কাজি ব্রিকসের স্বত্বাধিকারী আবদুর রহিম মিজান কে সম্পাদক নির্বাচিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় ইট ভাটা মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
২ বছর মেয়াদী নতুন এই কমিটির অন্য সদস্যরা হলেন,মো.রায়হান (এসবিএম), মো.হেলাল (এমবিসি),ফোরকান ((এমওয়াইসি), মুবিন ইকবাল (কেবিসি), মহিউদ্দিন (এমবিসি),গিয়াস (এসএবি),বাপ্পি (কেবিএমটু) ,সাখাওয়াত (কেবিসি),শাহেদ (কেবিএম) মনসুর কোম্পানি (ডিবিএম),শিবলু (জিবিএম),ইমাম হোসেন (কেবিএম)।