চট্টগ্রামের হাটহাজারীতে চেয়ারম্যানের বাড়িতে মো.বাদশা (২৭) ও মো. ইয়াছিন(২৬)নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা এলাকার ৬নং ওয়ার্ডে সরওয়ার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ীর শাহ আলম ও মিজানুর রহমানের ভবনের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কিতে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে মো.বাদশা ও মো. ইয়াছিন নামের দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। ঘটনা হাটহাজারী ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বাদশা উপজেলার বড় দীঘিরপাড় এলাকার মো. ইউসুফের পুত্র। তবে নিহত অপরজন ইয়াছিন চৌধুরীহাট এলাকার দুর্গা বাপের কলোনিতে বসবাস করতা বলে জানা গেলেও তাঁর পিতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাটহাজারী উপজেলার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলমগীর হোসেন সেপটিক ট্যাঙ্কিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে নিহত দুই শ্রমিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো.আলাউদ্দীন, হাটহাজারী 























