হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন মো. শাহ আলম (৩৮) প্রকাশ আলম নামের এক ব্যক্তিকে নিয়ে শনিবার দিবাগত রাত থেকে নানামুখী গুজব চলছে। তারই সূত্র ধরে পুলিশ কথিত ব্যক্তিকে রাত সাড়ে তিনটার দিকে থানায় এনে রবিবার বিজ্ঞ আদালত প্রেরন করে।
উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ লোকজনকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়, পূজা পরিষদ, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সূত্রে জানা যায়, গত শনিবার রাত আটটা/ সাড়ে আটটা থেকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের, ৩ নং ওয়ার্ড সোমবাড়ি পূজা মন্ডপে সাদা কাপড় পরিহিত লম্বা চুল ও দাঁড়ি ওয়ালা এক ব্যক্তিকে পূজা মন্ডপের ভিতরে ঢুকে একটি টেবিলের পাশে পাতানো চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখে মন্ডপের কর্মকর্তাদের সন্দেহ হলে বিষয়টি মন্ডপে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করেন। পরে পুলিশ এসে তাকে নিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে পবিত্র কোরআন শরীফ ও আরবি হরফে লেখা কিছু বই উদ্ধার করে। ওখানে কর্তব্যরত পুলিশের উপ- পরিদর্শক জসিম উদ্দিন তাকে (আটককৃতকে) জিজ্ঞাসা করলে তার কথা এলোমেলো দেখে মানসিক ভারসাম্যহীন মনে হওয়ায় তাকে ছেড়ে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল শোয়েব আহমদ খাঁন, ওসি মোঃ মনিরুজ্জামান রাত সাড়ে এগারোটা / বারোটার দিকে এই মন্ডপে উপস্থিত হয়ে কথিত ব্যক্তিকে পুনরায় আটক করে জিজ্ঞাসাবাদ করেন। আটক শাহ আলম প্রকাশ আলম নরসিংদী জেলার পলাশ থানার খালিশকারটেকস্থ বাদলের বাড়ির মো. বাদল মিয়ার পুত্র।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান রবিবার দুপুরে এ প্রতিবেদককে জানান, প্রশাসন উপস্থিত পূজা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে তার কথা এলোমেলো প্রতিয়মান হয়। রাতেই তাকে থানায় এনে তার গ্রামের বাড়িতে বিভিন্ন মাধ্যমে খবরাখবর নিলে সে মানসিক ভারসাম্যহীন বলে নিশ্চিত হওয়া য়ায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার ব্যবস্থাপত্রও মডেল থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসে যা রবিবার মডেল থানায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের নিকট প্রদর্শন করেন। পরে রবিবার দুপুরের পরে আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে জানিয়ে সর্বস্তরের লোকজনকে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।