হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম জহির আহমেদ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) বেলা দুইটার দিকে দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নগরীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মরহুম জহির আহমেদ (৬৯) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান তিনি।
দক্ষিণ নাঙ্গলমোড়া ইউনিয়নের ০৭ নং ওয়াডস্থ কবির মুহাম্মদ তালুকদার বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম জহির আহম্মদ এর জানাযা নামাজ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্সান গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে স্থানীয় সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পরিবারসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।