হাটহাজারী সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং হাটহাজারীর নব নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ( ২০ জানুয়ারী) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “এবার আমি হাটহাজারীর অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ কবরো। এজন্য সকালকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার কাজ হবে একদিকে উন্নয়ন, অন্যদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অবৈধ দখলদার মুক্ত রাখা।”
সংগঠনের সভাপতি সাবেক জেলা ও দায়েরা জর্জ মো.শফিউল আজম এর সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান। দপ্তর সম্পাদক মো.হানিফ চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক যথাক্রমে ইঞ্জিনিয়ার জাহেদ মুরাদ ও মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী ও উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, ইউ পি চেয়ারম্যানদের পক্ষে সরোয়ার মোরশেদ তালুকদার ও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।