হাটহাজারী আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরীর (কেটলি) সমর্থনে নির্বাচনী প্রচারনাকালে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল প্রতীক) এর সমর্থকরা কয়েকটি গাড়ীতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (০২ জানুয়ারী) দিবাগত রাত দশটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামীলীগের একাংশের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো.শাহজাহান চৌধুরীর (কেটলি) কর্মীদের ওয়ার্ড ভিত্তিক প্রচারণার সময় নাজিরহাট-হাটহাজারী রোড় হয়ে ফরহাদাবাদ ইউনিয়নের কাটিরহাটস্থ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল প্রতীক) এর নির্বাচনী ক্যাম্প অতিক্রম করার সময় প্রচারণার গাড়ীগুলোতে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল প্রতীক) এর সমর্থনকারীরা ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায় এবং গাড়ীগুলো দাঁড় করিয়ে ব্যানার ছিড়ে ফেলে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর মোঃ সাব্বির,আঃ আজিজ, মোঃ মোরশেদ ও মোঃ আলাউদ্দীন নামের চার কর্মী আহত হয়। পরবর্তীতে, স্থানীয় জনগণের সহায়তায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এছাড়াও হামলায় তিনটি গাড়ীর (গাড়ী নং-চট্টমেট্রো-শ-১১-৩৪০৯, অনটেষ্ট ও ঢাকা মেট্রো-ড-১১০৯০৬) গ্লাস ভেঙ্গে দেয়। পরে প্রতিটি গাড়ী ১০/১৫ মিনিট পর পর একটি করে ছেড়ে দেওয়া হয় এবং তাদের ভয় দেখানো হয় যে, কাল থেকে কেটলি প্রতীকের প্রচার প্রচারনায় অংশ নেয়া বা এ সংক্রান্ত তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তাদের দেখে নেয়ারও হুমকি দেয় বলে জানান স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “শাহজাহান চৌধুরী সমর্থক গোষ্ঠী” নামক পেজে একটি পোস্টও করা হয়। পরে ওই পেজের এডমিনের সাথে যোগাযোগ করে কোথাও অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি এসএম আবদুর শুক্কুর সুমন নামের একজনের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন।
এদিকে আরেকটি সূত্র জানায়, ঘটনার পর পর কেটলি প্রতীকের আ.লীগের একাংশের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরাও জাতীয় পার্টির (নাঙ্গল প্রতীক) সমর্থকদের প্রচারণার গাড়িতে চারিয়া এলাকায় হামলা চালিয়েছে। তবে এ রিপোর্ট লেখার সময় বুধবার দুপুর ১২ টা ৪০ মিনিট পর্যন্ত এ ঘটনায় কেউ কোথাও কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।
জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী (কেটলি প্রতীক) শাহজাহান চৌধুরী বেলা ১ টার দিকে এ প্রতিবেদক কে জানান, এগুলো কোনো বিষয় না আর আমি এসব কেয়ারও করিনা।
অপরদিকে নাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম এ প্রতিবেদক কে জানান, আসলে বিষয়টি ছিলো উভয় পক্ষের মধ্যে জাস্ট ভুল বুঝাবুঝি। এটা তেমন কিছু নয়। সুতরাং এটা নিয়ে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আর সবাইকে সহনশীল আচরণ করার জন্য অনুরোধও করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বুধবার বেলা ১২ টার দিকে এ প্রতিবেদক কে জানান, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।