হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কবির( ৪০) নামের এক ব্যাক্তি মৃত্যুর কাছে হার মেনে পরপারে চলে গেছেন।
শনিবার (২০ মে) সকাল সাড়ে দশটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত কবির উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ ৫ নং ওয়ার্ডের ফজলুল হকের পুত্র।
নিহতের নিকট আত্নীয় উপজেলা সমবায় দপ্তরে কর্মরত মোচ্ছাম্মদ শারমিন আকতার হুমায়ুন কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত রবিবার হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের কালীদাস চৌধুরীহাট প্রকাশ মইগ্যারহাট বাজারে হুমায়ুন কবির রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত ফোরস্ট্রোক অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিযে যাওয়ার পরামর্শ দিলে আহতের স্বজনরা তাকে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রায় এক সপ্তাহ পর শনিবার সকালে দুই ছেলে ও এক কন্যা সন্তানের পিতা হুমায়ুন কবিরের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় এসে পৌঁছলে পিতা মাতা, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে একইদিন বাদে আছর গ্রামের বাড়িতে মরহুমের জানাযা নামাজের পর সন্ধ্যার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।