চট্টগ্রাম 9:17 am, Sunday, 8 September 2024

হাটহাজারীর ১৪ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালামকেও অভিযুক্ত করা হয়েছে।

রবিবার (০১ সেপ্টেম্বর) বিকালের দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

এর পূর্বে গত শনিবার ৩১ আগস্ট দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর সন্দীপ পাড়া এলাকার হাজির তলী মসজিদ সংলগ্ন এলাকার তাসলিমা বেগম নামে এক মহিলা উক্ত মামলাটি দায়ের করেন।

উক্ত মামলায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালামসহ উপজেলার ১৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার প্রশাসক ও সহায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, উপজেলা এবং পৌরসভার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৬৫ জনকে সুনির্দিষ্ট করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় পৌরসভা এলাকার হাটহাজারী বাজারের ত্রিবেণী মোড়স্থ কাঁচা বাজারের গলির ভিতরে মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হয় মামলার বাদী তাসলিমা বেগমের স্বামী রিকশাচালক মোহাম্মদ জামাল মোল্লা। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছে বলে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন

হাটহাজারীর ১৪ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা

Update Time : 12:37:12 am, Monday, 2 September 2024

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালামকেও অভিযুক্ত করা হয়েছে।

রবিবার (০১ সেপ্টেম্বর) বিকালের দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

এর পূর্বে গত শনিবার ৩১ আগস্ট দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর সন্দীপ পাড়া এলাকার হাজির তলী মসজিদ সংলগ্ন এলাকার তাসলিমা বেগম নামে এক মহিলা উক্ত মামলাটি দায়ের করেন।

উক্ত মামলায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালামসহ উপজেলার ১৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার প্রশাসক ও সহায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, উপজেলা এবং পৌরসভার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৬৫ জনকে সুনির্দিষ্ট করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় পৌরসভা এলাকার হাটহাজারী বাজারের ত্রিবেণী মোড়স্থ কাঁচা বাজারের গলির ভিতরে মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হয় মামলার বাদী তাসলিমা বেগমের স্বামী রিকশাচালক মোহাম্মদ জামাল মোল্লা। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছে বলে উল্লেখ করা হয়।