চট্টগ্রাম 2:20 am, Monday, 9 September 2024

হাটহাজারী পৌরসভার রমেশ মহাজন সড়কের বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মহাজন সড়ক হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুবাদার পুকুর পাড় থেকে শুরু হয়ে দক্ষিণে মেখল রোডকে যুক্ত করেছে।এছাড়া মধ্যখানে একটি বাইরোড পুন্ডরীক ধামকে যুক্ত করেছে। রমেশ মহাজন সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক,স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র -ছাত্রী ব্যবসায়ী যাতায়াতে করলেও পৌরসভা প্রতিষ্টা হওয়ার পর এত বছর কেটে গেলেও ঐ রোডে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কের কোন পাশে কোন নালা নেই, স্ট্রীট লাইটও নেই। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে গেলে খাল বিলের মতই হয়ে যায়।

 

এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার অন্যান্য রোডে উন্নয়ন হলেও এ রোডে সেরকম উন্নয়ন হয়নি।তারা জানিয়েছে, পৌরসভার রীতি অনুযায়ী পৌর কর আদায়ে কার্পণ্য না করলেও সড়ক উন্নয়ন করার কোন গরজই মনে করছেনা পৌরসভা।

 

এলাকাবাসীর আক্ষেপ, পৌরকর পরিশোধ করার পরও এলাকার যথাযথ উন্নয়ন না হলে পৌরকর পরিশোধ করার দরকার কি?

 

এ ব্যাপারে এলাকাবাসী সড়কটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সাংসদ, বর্তমান পৌরপ্রশাসকসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হাটহাজারী পৌরসভার রমেশ মহাজন সড়কের বেহাল অবস্থা, দেখার কেউ নেই

Update Time : 04:52:39 am, Thursday, 12 May 2022

মহাজন সড়ক হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুবাদার পুকুর পাড় থেকে শুরু হয়ে দক্ষিণে মেখল রোডকে যুক্ত করেছে।এছাড়া মধ্যখানে একটি বাইরোড পুন্ডরীক ধামকে যুক্ত করেছে। রমেশ মহাজন সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক,স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র -ছাত্রী ব্যবসায়ী যাতায়াতে করলেও পৌরসভা প্রতিষ্টা হওয়ার পর এত বছর কেটে গেলেও ঐ রোডে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কের কোন পাশে কোন নালা নেই, স্ট্রীট লাইটও নেই। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে গেলে খাল বিলের মতই হয়ে যায়।

 

এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার অন্যান্য রোডে উন্নয়ন হলেও এ রোডে সেরকম উন্নয়ন হয়নি।তারা জানিয়েছে, পৌরসভার রীতি অনুযায়ী পৌর কর আদায়ে কার্পণ্য না করলেও সড়ক উন্নয়ন করার কোন গরজই মনে করছেনা পৌরসভা।

 

এলাকাবাসীর আক্ষেপ, পৌরকর পরিশোধ করার পরও এলাকার যথাযথ উন্নয়ন না হলে পৌরকর পরিশোধ করার দরকার কি?

 

এ ব্যাপারে এলাকাবাসী সড়কটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সাংসদ, বর্তমান পৌরপ্রশাসকসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানিয়েছে।