বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হাটহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কর্মসূচীর মধ্যে ছিল শহীদ বুদ্ধিজীবীদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভা। শুরুতেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া। প্রেসক্লাব সম্পাদক এইচ এম মনসুর আলীর পরিচালনায় আলোচনায় অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) নুরুল আলম, ডেপুটি কমান্ডার মো.হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, প্রেস ক্লাব সহ-সভাপতি মো.হোসেন, সহ-সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক আলাউদ্দীন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষক মুশফিকুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, “চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে এসে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের তালিকা করে বর্বরোচিতভাবে হত্যা যজ্ঞে মেতে ওঠে। দোসররা এখনও ষড়যন্ত্র করছে।তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। “