প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিবাগত গভীর রাত ২ টা থেকে সকাল ৬ টা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, হালদা নদীর গড়দুয়ারা, মাদার্শা ইউপি সহ রাউজান সীমান্ত থেকে হালদা নদীতে অভিযান পরিচালনা করে সাড়ে তিন হাজার মিটারের ৭টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ, হালদার ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ সহযোগিতা করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
 
																			 মো.আলাউদ্দীন, হাটহাজারী
																মো.আলাউদ্দীন, হাটহাজারী								 



















