চট্টগ্রামের সীতাকুণ্ডে দিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির ১১ তম বর্ষপূর্তি এবং ১ যুগে পদার্পন অনুষ্ঠান।
সংগঠনের আহ্বায়ক নাজমুল সোহেল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আকতার হোসাইন এলিট এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জনাব খালেদ মোশারফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান হসপিটালের পরিচালক মো: স্বপন।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন জাহিদ হাসান নিভির, এস কে টিপু, নাজিম উদ্দিন, মডারেটর মাসুদ রানা, মুন্না, মিশু মজুমদার, তুহিন, আকবর, গোলাম সাদেক, আবির, করিম, আনোয়ার, শুভাকাঙ্ক্ষী ইউছুফ মাসুদ সহ সংগঠন এর কার্যকরি, সহ কার্যকরি ও সদস্যবৃন্দ।
এছাড়াও সকাল ১০ টা থেকে সিকিউর সিটির সামনে প্রায় ২ শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়, এবং বিকেল ৪ টায় সংগঠন এর সদস্যরা বাজারে র্যালি বের করেন। এবং র্যালি শেষে ক্যাফে মডার্নে সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী কেক কেটে এবছরের জন্য বর্ষপূর্তির ইতি টানেন।