“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহন, নিশ্চিত হবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে নানা কর্মসূচির মাধ্যমে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার উত্তর ফতেয়াবাদস্হ নন্দীরহাট এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মানবিক সংগঠন কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেল ( সিএসডি) এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হুইল চেয়ার বিতরন, সাদাছড়ি, কম্বল, শিক্ষা বৃত্তি, গ্রামমাতা সংবর্ধনা ও স্বরোজগার প্রকল্পের অর্থ বিতরন এর আয়োজন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অলোচনা সভায় বক্তারা বলেছেন “প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মাট বাংলাদেশের ঘোষণা বাস্তবায়ন করতে বিশেষ চাহিদা সম্পন্ন লোকজনকেও সমানতালে এগিয়ে নিতে হবে।” মুলত এই বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন কারো বোঝা নয়। তাদেরকে একটু যত্ন, আদর ও সহযোগিতা দিলে তারা স্বাভাবিক মানুষের মত দেশের উন্নয়ন ভূমিকা রাখতে পারবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটি মানুষ কোন না কোন ভাবে প্রতিবন্ধী। কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। এরপরও মানুষ বসে নেই দেশ ও সমাজ উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নাজনীন নাহার ইসলাম। উদ্বোধক ছিলেন প্রফসর ড. অনজন কুমার চৌধুরী। আলোচক ছিলেন প্রফেসর জেসী ডেইজি মারাক, প্রফেসর শিশির কুমার বডুয়া, সিএসডি’ র উপদেষ্টা পরিষদের সদস্য প্রণব কুমার সাহা, কার্য নির্বাহী পরিষদের সদস্য ডাক্তার তাসলিম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী রফিক মিয়া, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সুলতানা নুরজাহান রোজি, প্রতিবন্ধিদের কল্যাণ উন্নয়নে রত্ন গর্ভা সম্মাননা পেয়েছেন ডঃ শরিফা খাতুন প্রফসর কাজী শামীম সুলতানা এর মাতা, শ্রী তরুণ কান্তি ঘোষ অতিরিক্ত সচিবের মাতা প্রয়াতা শ্রীমতি বকুল রাণী ঘোষ মরণোত্তর রত্নগর্ভা, ডাক্তার তাসলিম চৌধুরী, মা রত্নগর্ভা সম্মননা পেয়েছেন প্রফেসর শায়েস্তা খানের মাতা, প্রফেসর ডক্টর অনজন কুমার চৌধুরী মাতা, প্রণব কুমার সাহা প্রয়াতা মা রাণী সাহাকে মরণোত্তর গ্রাম মাতা, বাসুদেব সিংহ মা, অধ্যাপক শিশির বডুয়া মা দোদুল কান্তি সেন ‘ বিশিষ্ট আইনজীবী রফিক মিয়ার মাতা, শওকত হোসেন এফসিএ মাতা বিধান গুপ্ত মাতা, অনুপ কুমার চৌধুরীর মাতা, সাইফুদ্দীন হক মাতা কে ২০২৩ গ্রাম মাতা সম্মানন প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, সাদা ছড়ি ১০০ জন ছাত্র ছাত্রীকে, কম্বল শীতবস্ত্র ৩৫০ জন, ২৮০ জন প্রতিবন্ধী কে আর্থিক সহযোগিতা করা হয়। আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড ( সি এস ডি)। প্রণব কুমার চৌধুরী এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসডি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত বিশু।