ঢাকার নবাবগঞ্জে জমি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসেকর বাতিলের দাবিতে মানবববন্ধন করেছে দলিল লেখক ও সাধারণ জনগণ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে দাড়িয়ে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনকারীরা জানান, নবাবগঞ্জ উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎস কর ৩০ হাজার টাকা এবং প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসকর প্রায় ৫০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। এর ফলে দলিলের সংখ্যা যেমন কমেছে তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার৷ তাই দ্রুত অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা।
পরে মানববন্ধনকারীরা উপজেলা সাব রেজিস্ট্রার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা সাব রেজিস্ট্রার মো. নাজমুল হাসান এবিষয়ে বলেন, গেজেট প্রকাশের আগে মে মাসে ১ কোটি ৭৮ লাখ টাকা উৎসে কর আদায় হয়। গত জুন মাসেও ২ কোটি ৮৪ হাজার টাকা উৎসে কর আদায় হয়। কিন্তু গেজেট সংশোধনের পর জুলাই মাসে মাত্র ২৬ লাখ ৭৫ হাজার টাকা উৎসে কর আদায় হয়েছে।