ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন চট্টগ্রামে অবস্থানরত সন্দ্বীপবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাগরিব বাদে, চট্টগ্রামের দেওয়ানহাটস্থ আইএবি কার্যালয়ে।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রার্থী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখা সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন,সাধারণ সম্পাদক – মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি – মাওলানা আবু বক্বর, জয়েন্ট সেক্রেটারি – মাওলানা আমীন রসুল রিয়াদ,এসিস্ট্যান্ট সেক্রেটারি – মাওলানা জোবায়ের হোসাইন,সাংগঠনিক সম্পাদক – মুফতি শেখ জাহিদুল ইসলাম,প্রচার সম্পাদক – মাহমুদুল হাসান,জাতীয় শিক্ষক ফোরাম, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার মাকসুদুর রহমান, ইমাম, জমিয়তুল ফালাহ মসজিদ – আলহাজ্ব মনসুরুল হক জিহাদী প্রার্থী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) – অধ্যক্ষ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন, সন্দ্বীপ উপজেলা শাখা সভাপতি মাওলানা সানাউল্লাহ,সভাপতি, ছাত্র আন্দোলন – ইয়াসীন আরাফাত ভূঁইয়া,সভায় অধ্যাপক আমজাদ হোসাইন সন্দ্বীপের উন্নয়ন, নিরাপত্তা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।